নতুন বছরে তমা মির্জা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

নতুন বছরে নতুন পরিচয়ে আসছেন চলচ্চিত্র অভিনেত্রী তমা মির্জা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার খাতায় নাম লেখাবেন তিনি। তবে চলচ্চিত্র নয়, টিভি নাটকই প্রযোজনা করার কথা জানান তিনি। তার ভাষ্য, অনেকের হয়তো প্রশ্ন জাগতে পারে চলচ্চিত্রের মানুষ হয়ে টিভি নাটক কেন প্রযোজনা করছি। সত্যি বলতে, ফিল্ম প্রযোজনা করার মতো টাকা আমার নেই। তাই টিভি নাটক দিয়ে নতুন এই কাজটা শুরু করতে চাই। প্রাথমিকভাবে তিনটি নাটক নির্মাণ করবো। যদি লোকসান না হয় তাহলে নিয়মিত প্রযোজনা করবো।

করোনাকালীন এই সময়ে বেশকিছু বড় প্রজেক্টের কাজ ছেড়ে দিয়েছেন এই অভিনেত্রী। এগুলোর বেশির ভাগ শুটিং আউটডোরে ছিল। তাই কাজ না করার সিদ্ধান্ত নেন তমা। তিনি বলেন, আমি নিজেই করোনায় আক্রান্ত হয়েছি। বাসায় আমি বাবা-মা’র সঙ্গে থাকি। তাদের দু’জনের বয়স হয়েছে। এ কারণে আউটডোরের কাজের রিস্ক নিচ্ছি না। এই সময়ে তমার ব্যস্ততা কি নিয়ে? প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ সময়ে আমি পরিবারের সঙ্গেই থাকছি। এ ছাড়া দেশটিভির প্রিয়তমার প্রিয়মুখ অনুষ্ঠানটি উপস্থাপনা করছি। কারণ এর জন্য আমাকে বেশি সময় বাইরে থাকতে হচ্ছে না। এদিকে এই অভিনেত্রীর হাতে এখন তিনটি চলচ্চিত্র আছে। এরমধ্যে শাহনেওয়াজ কাকলীর ‘ফ্রম বাংলাদেশ’ শিরোনামের ছবিটির শুটিং শেষ করেছেন তিনি। অন্য দুটি ছবি হলো শাহরিয়ার নাজিম জয়ের ‘পাপ কাহিনী’ ও আরিফুজ্জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’। নতুন ছবি নিয়েও কথা বলেন এই গ্ল্যামারকন্যা। তিনি বলেন, কয়েকটি ছবির প্রস্তাব পেয়েছি। কিন্তু সেগুলো করা হবে না। কারণ আমি গল্পভিত্তিক চলচ্চিত্রে কাজ করতে চাই। যদিও এই সময়ে আমাদের ফিল্মের শিল্পীরা সে ধরনের গল্পভিত্তিক ছবির কাজ কম পাচ্ছেন। গল্পভিত্তিক ছবিগুলো বেশির ভাগ টিভি নাটকের শিল্পীদের কাছে চলে যাচ্ছে। এমনটা কেন হচ্ছে মনে করেন তমা? তিনি বলেন, অনেকে ভাবেন ফিল্মের শিল্পীরা শুধু গ্ল্যামারবেইজ কাজ করতে চান। আসলে এখন আর আগের সেই সময় নেই। সবকিছুতে পরিবর্তন এসেছে। আমরা ফিল্মের শিল্পীরাও এমন ভালো কাজের সঙ্গে থাকতে চাই।

সূত্র: মানবজমিন