নতুন পরিকল্পনা বিসিবির

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কলকাতা টেস্টে বাংলাদেশের ব্যাটিং যেন এখনো বিশ্বাসই হতে চাইছে না তাঁর। দেশে ফিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের প্রতিক্রিয়ায় সেটিই স্পষ্ট, ‘আমার কখনোই মনে হয়নি, আমাদের ব্যাটিংয়ের এমন অবস্থা হবে!’

অবিশ্বাস্য হলেও ঘটনা যা ঘটেছে, তাতে অভূতপূর্ব আরেকটি ব্যাপারও দেখতে পেয়েছেন তিনি। তাঁর মতে, ভয়ে কুঁকড়ে থাকাই ডেকে এনেছে এমন পরিণতি, ‘বিশেষ করে আমাদের সিনিয়র খেলোয়াড় থেকে শুরু করে সবাইকেই মনে হচ্ছিল ঘাবড়ে গিয়েছে। ভয় পাওয়াটা এত দিন দেখিনি। চার-পাঁচ বছর আগেও সাহস নিয়ে খেলত। এবার কেন জানি মনে হচ্ছিল ভয় পাচ্ছে। ব্যর্থতার এটি একটি কারণ হতে পারে। আর সব দিক বিবেচনা করে বললে আমি বলব আমাদের জন্য ভীষণ হতাশার ছিল (কলকাতা টেস্ট)।’

ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন নিয়েও বিস্ময় গোপন করেননি নাজমুল, ‘জানি যে টেস্টে আমরা পেছানো। তার পরও যেসব বলে যেভাবে আউট হয়েছে! কয়েকটি আউট দেখতে খুব বিশ্রীও ছিল। এত দিন ধরে ক্রিকেট খেলে এসব বল এভাবে মারতে গিয়ে আউট হলে খারাপ তো লাগবেই।’ সোয়া দুই দিনেই টেস্ট শেষ হয়ে যাওয়ার পর সেদিন রাতের (গত পরশু) ফ্লাইটেই দেশে ফিরেছেন অধিনায়ক মমিনুল হক, মাহমুদ উল্লাহ, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন। গতকাল সকালে ফিরেছেন নাঈম হাসান। আর দলের বাকিদের ফেরার কথা আছে আগামীকাল।

এমন হারের মানসিক ধাক্কা সামলে উঠে আবার নতুন আরেকটি সিরিজের জন্য প্রস্তুতি নিতে হবে ক্রিকেটারদের। মাঝখানে বিপিএল আছে, এর পরপরই যেতে হবে পাকিস্তান সিরিজ খেলতে। সেটি কোথায় হবে? পাকিস্তানে নাকি অন্য কোথাও? তা নিয়ে কালই নিশ্চিত কিছু বলতে পারলেন না নাজমুল, ‘একটি বয়সভিত্তিক দল গিয়েছে। এরপর গিয়েছে মেয়েরা। কাজেই ধরে নেওয়া যায় নিরাপত্তা ছাড়পত্র থাকবে। এর মধ্যে অস্বাভাবিক কিছু ঘটে গিয়ে না থাকলে নিরাপত্তা একই থাকবে। তবে লিখিত প্রতিবেদন আমরা এখনো পাইনি। পেলে বলতে পারব।’ কলকাতা টেস্ট দেখিয়ে দিয়েছে দেশের বাইরে খেলার জন্যও নিজেদের তৈরি করতে হবে বাংলাদেশকে। নাজমুল যথারীতি প্রতিশ্রুতিও দিলেন, ‘আমাদের বোলিংয়ের ধারও বাড়াতে হবে। আমরা এটি নিয়ে ভাবছি। একটি পরিকল্পনা করেছি, যেটি আপনারা দুই-তিন মাসের মধ্যেই দেখবেন। টেস্টে এ ধরনের পরিস্থিতি সামলাতে আমরা স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছি।’