নতুন নেতা নির্বাচিত করেন : প্রধানমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ক্ষমতাসীন আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনে নতুন নেতা নির্বাচনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আজ শনিবার বিকেলে কাউন্সিলের পর আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোরাম জাতীয় কমিটির বৈঠকে এ আহ্বান জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসবভন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘’৮১ সাল থেকে ২০১৬- ৩৫ বছর; আর কত? কাজেই আমি চাইব, সবাই নতুন নেতা নির্বাচন করেন। দলটা আরো সুন্দরভাবে এগিয়ে যাক।’

 

‘বঙ্গবন্ধু চারা রোপণ করে গিয়েছিলেন। তা মহীরুহ হয়ে এত বড় হয়েছেন। কাজেই ভবিষ্যতের জন্য আপনারা নতুন চারা রোপণ করেন এবং দলকে আরো সুসংগঠিত করেন। সেটাই আমরা কামনা করি।’

 

এর আগেও ‘অবসরের সুযোগ পেলে খুশী হবেন’ বলে জানিয়েছিলেন শেখ হাসিনা। গত ২ অক্টোবর গণভবনেই এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আমি অন্য কারো কথা বলতে পারি না, আমাকে যদি বলেন, আমার ৩৫ বছর হয়ে গেছে। এখন যদি আমাকে অবসর নেওয়ার সুযোগ দেয়, আমি সব থেকে খুশি হব।’

 

অবশ্য সেদিন সংবাদ সম্মেলনেই দলীয় নেতারা ‘না, না’ ধ্বনি তুলেছিলেন।

 

পরে প্রধানমন্ত্রী আরো বলেছিলেন, ‘দল ছেড়ে আমি যাচ্ছি না। তবে নতুন নেতা যদি নির্বাচিত করে আমি সব থেকে বেশি আনন্দিত হব। এত দীর্ঘ সময় ধরে এত দায়িত্ব পালন করা সেটা কম কথা না।’

 

১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন শেখ হাসিনা। ১৫ বছরের মাথায় ১৯৯৬ সালে তাঁর নেতৃত্বে দলটি রাষ্ট্রক্ষমতায় আসীন হয়।

 

আগামী ২২-২৩ অক্টোবর দেশের অন্যতম পুরোনা রাজনৈতিক দল আওয়ামী লীগের সম্মেলন হবে। দলীয় সভাপতি আশা করেন, খুব সুষ্ঠুভাবে এ সম্মেলন হবে।

 

বক্তব্যে শেখ হাসিনা আওয়ামী লীগের ঐতিহ্যের কথা তুলে ধরতে গিয়ে বলেন, বাংলাদেশের জাতীয় জীবনে যত অর্জন তার সবই এসেছে আওয়ামী লীগের হাত ধরে। এই দলটি গঠনের পর থেকেই একে নিশ্চিহ্ন করার জন্য অনেক চক্রান্ত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

 

জাতীয় কমিটির এই বৈঠকে মূলত দলের বাজেট এবং কাউন্সিলে আলোচনার বিষয়বস্তু নির্ধারণের কথা।

সূত্র: এনটিভি