নতুন ইসি নিয়ে বিএনপির প্রতিক্রিয়া আজ রাতে

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নতুন নির্বাচন কমিশন (ইসি) কেমন হয়েছে এ বিষয়ে আজ (মঙ্গলবার) রাতে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে বিএনপি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের ভাইস চেয়ারম‌্যান ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করবেন। এর পরই নতুন ইসি নিয়ে প্রতিক্রিয়া আসবে।

সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলাকালে গণমাধ‌্যমকে এ বিষয়ে জানানো হয়।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস‌্য শামসুদ্দিন দিদার জানান, মঙ্গলবার রাতে ২০ দলীয় জোটের বৈঠক শেষে ইসি নিয়ে প্রতিক্রিয়া জানানো হবে।

নতুন নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন সাবেক সচিব কে এম নুরুল হুদা।

২০০৬ সালে অবসরে যাওয়া নুরুল হুদার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।

সূত্র :রাইজিংবিডি