নতুন আইফোনে আসতে পারে উন্নত ক্যামেরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আইফোনের ক্যামেরা রেজুলিউশন আর সেটআপ উন্নত করতে চাচ্ছে নির্মাতা অ্যাপল। চলতি বছরই প্রতিষ্ঠানটি এই ‘আপগ্রেড’ উন্মোচনের পরিকল্পনা করছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, আইফোনের সামনের ক্যামেরা ৭ মেগাপিক্সেল থেকে উন্নত করে ১২ মেগাপিক্সেল করা হবে।

৬.৫ এবং ৫.৮ ইঞ্চির ওলেড পর্দাযুক্ত আইফোনগুলোয় তিন ক্যামেরার সেটআপ যোগ করা হবে- বিখ্যাত অ্যাপল বিশেষজ্ঞ ও পূর্বাভাসদাতা মিং-চি কুয়ো এই তথ্য জানিয়েছেন বলেন প্রতিবেদনে উল্লেখ করা হয়। অ্যাপলবিষয়ক খবরের সাইট ৯টু৫ম্যাকের প্রতিবেদনে বলা হয়, নতুন সামনের ক্যামেরা ২০১৯ সালের তিনটি আইফোনেই আনা হবে, তবে এগুলোর নাম প্রকাশ করা হয়নি।

বলা হচ্ছে, নতুন আইফোনে ব্যাটারির ধারণক্ষমতাও লক্ষণীয় মাত্রায় বাড়াতে পারে অ্যাপল। ব্যাটারির আকার আগের মতোই রাখা হবে বলে ধারণা করা হচ্ছে। আকার আগের মতো রেখেই এর ক্ষমতা বাড়ানো হবে। চলতি বছর সেপ্টেম্বরে অ্যাপল নতুন আইফোন উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।