নজিপুরে মেয়র পদে ২ ও কাউন্সিলর পদে ৪৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় আসন্ন নজিপুর পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন মেয়র, কাউন্সিলর প্রার্থীরা। রোববার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জনসহ মোট ৪৯জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান এর নিকট মনোনয়ন পত্র জমা দেন। প্রার্থীরা সকাল ১০টা থেকেই কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করেন।

মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ সমর্থিত বর্তমান মেয়র মো. রেজাউল কবির চৌধুরী ও বিএনপি সমর্থিত সাবেক মেয়র মো. আনোয়ার হোসেন। কাউন্সিলর পদে মনোয়নপত্র দাখিল করেছেন ১নং ওয়ার্ডে মোজাহেদুল ইসলাম, সুশান্ত কুমার হালদার, আব্দুস সালাম, কোরবান আলী, আবুল কালাম আজাদ, দিলিপ চন্দ্র দাশ। ২নং ওয়ার্ডে আবু হোসেন, স্বপন কুমার হালদার, গোপাল চন্দ্র ঘোষ, অরুণ কুমার পাল, গৌতম চন্দ্র দে, জাহাঙ্গীর আলম। ৩নং ওয়ার্ডে জাহিদুল ইসলাম, রমজান আলী, আব্দুল মজিদ, আবু সুফিয়ান, সুশান্ত চন্দ্র ঘোষ। ৪নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক, শহিদুল আলম বেন্টু, যুগল চন্দ্র দেবনাথ। ৫নং ওয়র্ডে আমজাদ হোসেন, সুদর্শন চন্দ্র সাহা। ৬নং ওয়ার্ডে মাসুদ রানা, মারুফুল ইসলাম, আপেল মাহমুদ, অমৃত কুমার ঘোষ। ৭নং মোস্তফা কিবরিয়া, জাহাঙ্গীর আলম, মতিবুল ইসলাম, আজাদ হোসেন, ওবায়দুল ইসলাম, বিপ্লব সরকার। ৮নং ওয়ার্ডে সূর্য কান্ত সরকার,বিমান চন্দ্র মন্ডল,বিমান কুমার দাশ। ৯নংওয়ার্ডে মিজানুর রহমান মিতু, সুকুমার দাশ। ১নং সংরক্ষিত আসনে কাউন্সিল পদে মনোনয়নপত্র দাখিল করেছেন কল্যাণী রানী ঘোষ, মাহফুজা খাতুন, ফারহানা বেগম, আহ্নিকা মাহবুব, মমতা হেনা। ২ নং সংরক্ষিত আসনে শাহানাজ বেগম, রাশিদা খাতুন, দীপালী রানী বর্মন, ফরিদা। ৩নং সংরক্ষিত আসনে ফারজানা খাতুন, আফরোজা শাহীন ও আকলিমা বেগম।

আগামী ১৬ জানুয়ারী নজিপুর পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

স/রি