নগরীর ৭ নম্বর ওয়ার্ডে দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ মহানগর ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক:

চলমান করোনা ভাইরাসে ঘরমুখো খেটে খাওয়া মানুষদের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ করেছে রাজশাহী মহানগর ছাত্রদল। আজ মঙ্গলবার চতুর্থদিনের মত দিনমজুর ১৫০ জন হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর-২টার দিকে সবজীপাড়া ও সাহাজীপাড়া এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ দিকে ছাত্রদল রাজশাহী মহানগর এর সভাপতি আসাদুজ্জামান জনি, রাজপাড়া থানা ছাত্রদলের উদ্যোগে গরীব দিন মজুরের মধ্যে খাবার বিতরণ করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আকবর আলি জ্যাকি, সিনিয়র সহ-সভাপতি মুরতুজা ফামিম, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সৌরভসহ আরও অনেকে।

নেতৃবৃন্দ বলেন, চলমান অঘোষিত লকডাউনে দিন মজুর মানুষগুলো অসহায় হয়ে পড়ছে । বিশেষ করে নিন্ম শ্রেণীর মানুষগুলো খাবারের টাকা যোগাড় না করতে পারায় অনাহারে জীবন অতিবাহিত  করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে ক্ষুদ্র সহায়তা নিয়ে এসব মানুষের পাশে থাকার চেষ্টা করছে ছাত্রদল ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল আলিম শিমুল,আইনাল হক,রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লিমন,রাজপাড়া থানা ছাত্রদলের সাবেক সভাপতি আসাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হাসান জীবন, মহানগর সংগ্রামী দলের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মিলু, মহানগর সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নিশান আলী,মহানগর সংগ্রামী দলের সিনিয়র সহ-সভাপতি সুব্রত রায়,বোয়ালিয়া থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নূর আলম সরকার রানা,মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবু,মহানগর সেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক আবু তালহা, সম্রাট,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান,বোয়ালিয়া থানা ছাত্রদল নেতা আননাফি খাঁন সহ নেতৃবৃন্দ।