নগরীর মেস মালিক সমিতির সাথে মেয়র লিটনের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:
নবগঠিত মহানগর মেস মালিক সমিতির নেতৃবৃন্দ ও মেস মালিকদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার বিকেলে নগর ভবন সিটি হল সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় করোনা পরিস্থিতিতে মেসের ভাড়াসহ বিভিন্ন সমস্যাসমূহ নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, আগামীতে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে শিক্ষার্থীদের মেস ভাড়া ও মালিকদের দাবি নিয়ে চূড়ান্ত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সভায় মেস মালিক সমিতির সভাপতি মোঃ এনায়েতুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ওমর শরীফ রাজীব, সহ-সভাপতি জাহিদুল হক জাহিদ, যুগ্ম সম্পাদক কায়সান আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ দপ্তর সম্পাদক মবিন বাবু, আতাউল গনি অরেঞ্জ, রুবায়েত প্রমুখ বক্তব্য দেন।

এদিকে সভা শেষে করোনা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের ত্রাণ তহবিলে মহানগর মেস মালিক সমিতির পক্ষ থেকে এক লাখ টাকার অনুদান প্রদান করা হয়।