নগরীতে শুরু হয়েছে ১০ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

নিজস্ব প্রতিবেদক:
‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ শ্লোগানে রাজশাহী  শুরু হয়েছে চিলড্রেন’স ফিল্ম সোসাইটি আয়োজিত চার দিনব্যাপী ‘১০ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব-২০১৭।

 

বুধবার ছিল এ উৎসবের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে নগরীর দুটি ভেন্যুতে চলচ্চিত্র প্রদর্শিত হয়।

 

যার মধ্যে নগরীর পাঠানপাড়ার লালন মঞ্চে প্রদর্শিত হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলোর দেখা, রেড লাইন, দ্যা ফ্লাইং লেটার ও মুখোশ।

 

আর শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ে প্রদর্শিত হয় ওড্ড স্কোয়াড, নিরবতার স্বপ্ন, দ্যা বস এবং দ্যা স্কুল ব্যাগ।

 

আগামীকাল বৃহস্পতিবার উৎসবের তৃতীয় দিনে সকালে নগরীর শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ে প্রদর্শিত হবে ব্ল্যাক বোর্ড, দ্যা ফ্লাইং লেটার, দ্যা স্কুল ব্যাগ এবং রেড লাইন।

 

আর সন্ধ্যায় নগরীর লালন মঞ্চে ফানুস, হ্যাড এ ড্রিম, কপি এ্যান্টম লিভস্ এবং পিপো।