নগরীতে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী জেলা প্রশাসন এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৫ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সকলের অংশগ্রহণ বন্যপ্রাণী হবে সংরক্ষণ’- প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আহম্মদ নিয়ামুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ, সেভ দ্যা ন্যাচার অব লাইফের চেয়ারম্যান মো. মিজানুর রহমান। আলোচনা সভায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক মো. জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, ওয়াইল্ড লাইফ সুপার ভাইজার মো. সরোয়ার হোসেন খান।