নগরীতে জাল টাকাসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

কোরবানি ইদকে সামনে রেখে জাল টাকা দিয়ে প্রতারণা চক্র সক্রীয় হয়ে উঠে। চক্রটি পশুহাটকে টার্গেট করে ছড়িয়ে পড়ে। বুধবার (১৪ জুলাই) নগরীতে জাল টাকাসহ আজিবর আলী (২৮) নামের এক যুবককে গ্রেফতার করে র‌্যাব-৫ এর সদস্যরা। আজিবর মেহেরচন্ডী কড়ইতলা এলাকার মৃত ময়েজ উদ্দিন মজুর ছেলে।

র‌্যাব জানায়, দুপুর দুইটার দিকে মতিহারের মৌলভী বুধপাড়ায় অভিযান চালিয়ে আজিবরকে গ্রেফতার করা হয়। এসময় তার থেকে ১০০০ (এক হাজার) টাকার নোট ১০০ টি, মোট ১ লাখ টাকা, ৫০০ (পাঁচশত) টাকার নোট ১৭৬ টি, মোট ৮৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এসময় মোট ১ লাখ ৮৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মতিহার থানায় স্পেশাল পাওয়ার এ্যাক্ট ১৯৭৪ এর ২৫-অ ধারার মামলা রুজু করা হয়েছে।

এএইচ/এস