নগরীতে ছাত্রীকে বেত্রাঘাত ও পুঠিয়ায় গাছে বেধে শিশু নির্যাতনে লফস’র উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে অবস্থিত শহীদ নাজমুল হক উচ্চ বিদ্যালয়ে হিজাব খুলে ছাত্রীদের বেত্রাঘাত করায়  এবং পুঠিয়ায় ফোনের মেমোরি চুরির অভিযোগে আরিফুল ইসলাম (১২) বছরের এক শিশুকে গাছের সাথে বেধে নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে তারা।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি নগরীর শহীদ নাজমুল হক স্কুলে পিটি করার সময় বেশ কিছু ছাত্রী হিজাব পড়ে থাকায় শিক্ষিকা হিজাব খুলতে বলে। এর এক পর্যায়ে কয়েকজন ছাত্রী হিজাব না খুলায় তাদেরকে বেত্রাঘাত করে এবং জোর পূর্বক হিজাব খুলে নেয়। সুত্র মতে ভুক্তভোগী ছাত্রী ফাইজা আক্তার সুরমা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করে।
অন্যদিকে পুঠিয়ায় ফোনের মেমোরি চুরির অভিযোগে আরিফুল ইসলাম (১২) বছরের এক শিশুকে গাছের সাথে বেধে নির্যাতন করা হয়।
ঘটনা দুটির বিষয়ে লফস এর নির্বাহী পরিচালক শাহনাজ পারভীন ঘটনা দুটির সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে বিচার দাবী করেন। একই সাথে তিনি শিশু বিষয়ক যেকোন তথ্য চাইল্ড হেল্প লাইন ১০৯৮ এ অবহিত করার পরামর্শ দেন।
স/শ