বৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪ | ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহী নগরীতে চোরাই মালামালসহ গ্রেপ্তার ১

Paris
জুন ২৭, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী নগরীর হরিজন পল্লি এলাকার একটি বাড়ি থেকে চুরির ঘটনায় এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর মতিহার থানা পুলিশ বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে একটি সেলাই মেশিন, মোবাইল ফোন ও এক জোড়া স্বর্ণের বালা উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শ্রী অন্তর (২০)। শ্রী অন্তর রাজশাহী মহানগরীর মতিহার থানার রাজশাহী বিশ্ববিদ্যালয় সুইপার কলোনির শ্রী মদনের ছেলে।

জানা যায়, রাজশাহী নগরীর মতিহার থানার হরিজন পল্লি এলাকার সুমিত্রা গত ২১ জুন বিকাল ৫ টায় বাড়িতে তালা দিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে যান।

পরের দিন সকালে তিনি জানতে পারেন তার বাড়ির ভেন্টিলেটর ভাঙ্গা। সংবাদ পেয়ে দ্রুত বাড়িতে এসে দেখেন যে, একটি ল্যাপটপ, মোবাইলই ফোন, সেলাই মেশিন ও এক জোড়া স্বর্ণের বালাসহ নগদ ৩০ হাজার টাকা চুরি হয়েছে। তিনি কয়েক জনের নাম উল্লেখ করে মতিহার থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

মামলার সূত্র ধরে মতিহার থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে অন্তরকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় আসামি অন্তরের কাছ থেকে চুরি হওয়া একটি সেলাই মেশিন, মোবাইল ফোন ও এক জোড়া স্বর্ণের বালা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহীর খবর