নগরীতে কিশোর পাঠাগারের পত্রিকা কর্ণার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: সংবাদপত্র হলো সবচেয়ে বড় আলো। রাতের আঁধারে মানুষ কিছুই দেখতে পায় না। কিন্তু আলো ফুটলেই অনেক দুর চোখ যায়। সংবাদপত্র তাই। আশেপাশের কি ঘটছে রাতের আঁধার শেষে সকাল দিনের আলোয় চোখ রাখলে মানুষ দৃষ্টিসীমার বাইরে পর্যন্ত দেখতে পায়। মানুষকে দৃষ্টিসীমার বাইরে পর্যন্ত ধারনা দিতে কেন্দ্রীয় কিশোর পাঠাগার ‘পত্রিকা কর্ণার’ এর আয়োজন করেছে। পত্রিকা কর্ণারটির উদ্বোধন অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন কেন্দ্রীয় কিশোর পাঠাগারে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোহাগ আলী।

মুহাম্মদ ইজহারুল হক ট্রাস্টের সহযোগিতায় রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর যাত্রী ছাউনিতে শুক্রবার এ পত্রিকা কর্ণারের উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, দৈনিক সোনালী সংবাদের প্রধান প্রতিবেদক তবিবুর রহমান মাসুম, দৈনিক সোনার দেশের প্রধান প্রতিবেদক তানজিমুল হক, দৈনিক আমাদের রাজশাহীর বার্তা সম্পাদক জিয়াউর হক, দৈনিক সানশাইনের প্রধান প্রতিবেদক ইলিয়াস আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরা পার্সন জাফর ইকবাল লিটন, বিডি নিউজ টুয়েন্টিফোরের ফটো সাংবাদিক গুলবার আলী জুয়েল, দৈনিক সমকালের ফটো সাংবাদিক শরিফুল ইসলাম তোতা, দৈনিক ভোরের ডাকের রাজশাহী প্রতিনিধি জামাল উদ্দিন, নতুন প্রভাতের স্টাফ রিপোর্টার ফারুক হোসেন, দৈনিক লাল গোলাপের ফটো সাংবাদিক সৌরভ হোসেন।

কেন্দ্রীয় কিশোর পাঠাগারে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোহাগ আলী বলেছেন, মানুষের মধ্যে পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যেই কেন্দ্রীয় কিশোর পাঠাগার কাজ করে যাচ্ছে। আগামীতে রাজশাহী মহানগরীর বিভিন্ন পয়েন্টে পত্রিকা কর্ণার গড়ে তোলা হবে।

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) অফিসার্স ফোরামের সভাপতি তৌফিক এলাহী, রাজশাহী মহানগর যুবদলের নেতা রফিকুজ্জামান রফিক।

স/আর