নগরীতে উচ্ছেদের বিরুদ্ধে এমপি বাদশার অবস্থান

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে অবৈধ্যস্থাপনা উচ্ছেদ বন্ধ করা হয়েছে। আজ রোববার বেলা ১২টার দিকে নগরীর শাহ্ মখ্দুম ও চন্দ্রিমা থানাধীন সরকারী গাঙ্গপাড়া খালের উপরের স্থাপনা উচ্ছেদে যায় রাজশাহী পানি উন্নয়ন বোর্ড। এসময় সাংসদ রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা বাধা দেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছেন তারা। স্বাধীনতার পর থেকে এই এলাকায় অনেক মানুষ বসবাস করে। এখানে প্রায় ৪’শ পরিবারের প্রায় ৫’শ লোক বসবাস করেন।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলম বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। সেখানে পানি উন্নয়ন বোর্ডে কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
তিনি বলেন, সাংসদ বাদশা ও তার লোকজন রয়েছে। তারা বাঁধা দিচ্ছে। তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। এছাড়া আমাদের নির্দেশ রয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।