মঙ্গলবার , ৩০ আগস্ট ২০১৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নগরীতে ট্রাফিক পুলিশের মারপিটে নিয়ন্ত্রণ হারিয়ে অটো চালক আহত

Paris
আগস্ট ৩০, ২০১৬ ১:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশের মারপিটে নিয়ন্ত্রণ হারিয়ে অটো চালক আহত হয়েছেন। অটো চালক মাহবুব হোসেনকে (৪০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ করা হয়েছে। মাহবুব নগরীর উপকণ্ঠ নওহাটা এলাকার এরশাদ আলীর ছেলে।

 

আজ মঙ্গলবার দুপুর একটায় নগরীর সিপাইপাড়া কেন্দ্রীয় জেলখানা এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত মাহবুব জানায়, জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে আটক করে নিয়ে আসছিলো। এসময় তার কাছে থেকে দুই হাজার টাকা দাবি করা হয়। তিনি টাকা দিতে না চাইলে তাকে ট্রাফিক আফিসে নিয়ে আসা হচ্ছিল। পথে সিপাইপাড়া কেন্দ্রীয় জেলখানা এলাকায় আসলে ওই ট্রাফিক পুলিশ তার থেকে টাকা নিয়ে নিতে লাগলে তিনি বাধা দেন।

 

এসময় ওই ট্রাফিক পুলিশ ধরে অটো চালককে মারপিট করতে থাকে। এতে আটোটি নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের বিদ্যুতের পোলের সঙ্গে ধাক্কা লাগে।

 

এতে অটো চালক আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় তার আটোটি দুমরে মুচরে যায়। পরে ট্রাফিক পুলিশ পালিয়ে গেলে তার নাম পরিচয় নেওয়া সম্ভব হয় নি। এ ঘটনায় আটো চালকরা রাস্তা অবরোধ করে রাখে।

 

পরে রাজপাড়া থানা পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর