নওগাঁয় হাসপাতাল থেকে শিশু চুরি

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: নওগাঁ সদর হাসপাতাল থেকে ৫ মাসের একটি ছেলে শিশু চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে হাসপাতালটিতে তোলপাড় শুরু হয়েছে।
চুরি হয়ে যাওয়া শিশু মুসার বাবার নাম ইসমাইল হোসেন ও মায়ের নাম বৃষ্টি। তাদের গ্রামের বাড়ি নওগাঁ সদর উপজেলার মঙ্গলপুর।
শিশুর অভিভাবক ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর হাসপাতালের নতুন ভবনের শিশু ওয়ার্ডে ভর্তি হয়ে শিশু সন্তান মুসাকে নিয়ে হাসপাতালে থাকেন শিশুটির মা ও দাদি। এসময় একটি অপরিচিত নারী তাদের সাথে সখ্যতা গড়ে তুলেন। শনিবার বিকেল ৪টায় শিশুটির দাদি হাসপাতালের বাহিরে ওষুধ নিতে গেলে শিশুটির মা ওই অপরিচিত নারীর কাছে মুসাকে রেখে বাথরুমে যান। আর বাথরুম থেকে ফিরে এসে ওই নারী ও শিশু কাউকেই দেখতে পাননি তিনি। এসময় শিশুটির দাদি ফিরে আসলে কারও কাছে সন্তান না থাকায় কান্না ও হইচই শুরু হয়।
এতে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারলে সিসিটিভির ফুটেজ দেখে শিশু চুরির বিষয়টি নিশ্চিত হন।
হাপতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা. মুক্তার হোসেন জানান, সিসিটিভির ফুটেজে দেখা যায় একটি বোরখা পরা নারী শিশুটিকে হাসপাতাল থেকে নিয়ে অটো চার্জারযোগে হাসপাতাল থেকে বের হয়ে যায়। বিষয়টি থানায় জানানো হয়েছে। শিশুটির সন্ধানে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোরওয়ার্দী হোসেন জানান, নওগাঁ সদর হাসপাতাল থেকে ফোন পেয়ে সঙ্গে সঙ্গে তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বাচ্চাকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছে  তদন্তের মাধ্যমে তা বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
স/শা