নওগাঁয় শিশু একাডেমী’র ওরিয়েন্টেশন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় শিশু একাডেমী’র ২০১৬-১৭ শিক্ষাবর্ষে নতুন প্রশিক্ষনার্থী ও তাদের অভিভাবকদের জন্য ওরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তৌহিদুল ইসলাম।

সভায় দেশাত্ববোধ, দেশপ্রেম, বাঙালীর ঐতিহ্য ও সংস্কৃতিতে উদ্বুদ্ধকরনের মাধ্যমে জঙ্গিবাদ এবং অপসংস্কৃতি প্রতিরোধ সম্পর্কিত আলোচনা করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন।

প্রশিক্ষন কোর্স, সিলেবাস ও প্রশিক্ষনের সময়কাল নিয়ে আলোচনা করেন একাডেমীর আবৃত্তি প্রশিক্ষক রফিকুদ্দৌলা রাব্বী, সংগীত প্রশিক্ষক অরুপ কুমার দাস, নৃত্য প্রশিক্ষক সুলতান মাহমুদ, চিত্রাংকন হারুন-উর-রশিদ এবং প্রাক প্রাথমিক কোর্সের শিক্ষক রেহেনা বেগম ও জান্নাতুল বেগম তুলি।

কর্মশালায় নতুন শিক্ষাবর্ষের প্রশিক্ষনার্থী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

স/অ