নওগাঁয় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁয় মাদক ব্যবসার অপরাধে এমদাদুল হক (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছে আদালত। বুধবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মজিবুর রহমান এ রায় দেন। একই আদেশে দণ্ডিত আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডিত আসামি এমদাদুল হক নওগাঁর নিয়ামতপুর উপজেলার তিলিহারী গ্রামের বাসিন্দা। রায়ের সময় আসামি এমদাদুল আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৪ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার হাজির মোড় এলাকায় অভিযানে চালিয়ে এমদাদুল হককে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৭৫ গ্রাম ওজনের ১৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আটক এমদাদুলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়ামতপুর থানায় মামলা হয়। দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদ-ের আদেশ দেন নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মজিবুর রহমান। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেওয়া হয়।

সরকারের পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মোজাহার আলী। আসামি এমদাদুলের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী রফিকুল ইসলাম মণ্ডল।

স/শা