নওগাঁয় ভুয়া বিচারপতি আটক 

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: 
নওগাঁয় ভুয়া বিচারপতি পরিচয়দাতা এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
তিনি নিজেকে সুপ্রীম কো‌র্টের হাইকোর্ট ডি‌ভিশ‌নের বিচারপ‌তি শওকত হো‌সেন না‌মে প‌রিচয় দিচ্ছিলেন।
আটক ব্য‌ক্তির নাম আ‌নোয়ার হো‌সেন (৪৩)।
আটক আ‌নোয়ার হো‌সেনের বা‌ড়ি দিনাজপু‌রের খানসামা উপ‌জেলায়। তি‌নি পেশায় রিকশা-ভ্যান চালক। তি‌নি কথা বার্তায় অত্যন্ত স্মার্ট।
পু‌লিশ সুপার ইকবাল হো‌সেন জানান, ২০১৭ সা‌লে নওগাঁর পোরশা থানার চাঞ্চল্যকর আ‌তিবুর হত্যা (প্রকাশ্য দিবা‌লো‌কে হত্যা) মামলার ২৪ জন আসামীর ম‌ধ্য‌ থে‌কে ১২ নং আসামী তৌ‌ফিক শাহ চৌধুরী‌কে মামলা থে‌কে অব্যাহ‌তি দেওয়ার জন্য মূখ্য বিচা‌রিক হা‌কিম (সি‌জিএম) ও অ‌তি‌রিক্ত মূখ্য বিচা‌রিক হা‌কিম‌কে (এ‌ডিশনাল সি‌জিএম) গত ৫ মাস যাবৎ বিচারপ‌তি শওকত হো‌সেন প‌রিচ‌য়ে চাপ দি‌য়ে আস‌ছি‌লেন আ‌নোয়ার হো‌সেন। আজ বিকেল ৩টায় এক প্রেস ব্রি‌ফিং এ পু‌লিশ সুপার এসব তথ্য জানান।
শহ‌রের উ‌কিল পাড়ায় ব‌লিহার হাউ‌জে গো‌য়েন্দা (ডি‌বি) পু‌লি‌শের কার্যাল‌য়ে এ সময় অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার রা‌কিবুল আক্তার  ও ডি‌বির কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।
পু‌লিশ সূ‌ত্রে আ‌রো জানা যায়, ভুয়া বিচারপ‌তি প‌রিচ‌য়ে আ‌নোয়া‌রের এসব কর্মকা‌ন্ডের সা‌থে গুরুত্বপূর্ণ রাজ‌নৈ‌তিক নেতা, সরকারী কর্মকর্তা ও আদাল‌তের কর্মচারী‌দের সং‌শ্লিষ্টতা আ‌ছে।
উ‌ল্লেখ্য, হাই‌কোর্ট ডি‌ভিশ‌নের বিচারপ‌তি শওকত হো‌সেন এক সময় নওগাঁ জেলা ও দায়রা জ‌জ হি‌সে‌বে দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন।
স/শা