নওগাঁয় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
 ‘নিরাপদ মান সম্মত পণ্য’ এই প্রতিপাদ্য নিয়ে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। বর্ন্যাঢ্য র‌্যালীর উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর আয়োজন করে। শুক্রবার সকালে জিলা স্কুল থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেডি সরকারী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় মিলনাতয়নে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ শাহনাওয়াজের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোঃ কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন, নওগাঁ চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রি লিমিটেডের পরিচালক আব্দুল খালেক, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাছিমুল হক বুলবুল প্রমুখ।
এছাড়া র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, কর্মচারী, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স/শা