নওগাঁয় নির্দিষ্ট স্থানে পশু জবাই ও বর্জ্য অপসারণ বিষয়ক সভা

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই ও দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান।

রাজশহাী বিভাগের বিভাগীয় কমিশনার মো. নূর-উর-রহমান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী কোরবানীর ঈদে যাতে সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মসূচি আরও সফল করতে করণীয় বিষয়গুলো উল্লেখ করে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. রওশন আরা খানম, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. আহসান হাবিব, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সুলতান আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু, ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, মান্দা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মোসতানজিদা পারভিন, ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার শফিউজ্জামান ভুইয়া, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, জেলা তথ্য অফিসার আতিকুর রহমান শাহ, চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ আব্দুল খালেক প্রমুখ।

স/বি