নওগাঁয় নানা আয়োজনে জন্মাষ্টমী উৎযাপিত

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় মন্দিরে পূজা-অর্চনা, নামযজ্ঞ, আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা বৃহস্পতিবার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উৎযাপন করেছে।

 
সকালে শহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী বুঁড়িমাতা কালিমন্দিরে গীতাযজ্ঞ ও শ্রী কৃষ্ণ পূজার মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব উদ্যাপন শুরু হয়। পূজা শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

 
সকাল সাড়ে ৯টায় কালিতলা মন্দির প্রাঙ্গণে শ্রী কৃষ্ণের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি নির্মল কৃষ্ণের সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের (নওগাঁ-৫) সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক।

 
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, জেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক বিভাস চন্দ্র মজুমদার প্রমুখ।

 
আলোচনা শেষে মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালিতলা মন্দিরে গিয়ে শেষ হয়। বিকেলে শ্রী কৃষ্ণের নামকীর্তনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স/শ