নওগাঁয় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে মতামত, সুপারিশমালা তৈরী ও গ্রাম আদালতে মামলা রেফার করার প্রক্রিয়া সহজ ও দ্রুততর করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় নওগাঁ জেলা জজের কনফারেন্স রুমে দিনব্যাপী এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, নওগাঁ  জেলা ও দায়রা জজ একেএম শহীদুল ইসলাম।
সভায় নওগাঁর জেলা প্রশাসক মো: মিজানূর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুহা. রাশিদুল হক, ইউএনডিপির প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন বিচারিক আদালতের বিচারক, পুলিশ কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।  বক্তারা বলেন, বিচারিক আদালতে মামলার জট কমাতে, গ্রাম আদালত সক্রিয় ও শক্তিশালী করতে হবে। এতে বিচার প্রার্থী মানুষ অর্থ ব্যায় ও হয়রানী থেকে রক্ষা পাবে। বিকল্প উপায়ে বিরোধ নিষ্পতির ক্ষেত্র হবে আরো প্রসারিত।
মতবিনিময় সভায় মামলা রেফার প্রক্রিয়া সহজ ও দ্রুততর করতে, স্বমন্বয় গড়ে তুলতে মতামত ও সুপারিশমালা তৈরী করা হয়।
স/শা