নওগাঁর সাপাহারে পর্নোগ্রাফি ভিডিও তৈরির সরঞ্জামসহ আটক ১০

সাপাহার(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহার উপজেলা সদর থেকে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি ১০ জন ব্যক্তিকে আটক করেছে জয়পুর হাট র‌্যাব-৫। মঙ্গলবার রাতের দিকে নওগাঁ জেলার সাপাহার উপজেলার সদর সাপাহার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-উপজেলার বাহাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে নুর আলম (৩৫), মদনসিং গ্রামের আব্দুল গনির ছেলে সাকিব হাসান (২৯), পিছলডাঙ্গা মধ্যপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ইমরান (২২), মানিকুড়া গ্রামের আজিজুল হকের ছেলে কামাল হোসাইন (২৩) ও রাশেদুল হকের ছেলে আরিফুল ইসলাম(২৭), জয়পুর গুচ্ছগ্রামের মোজাফফর রহমানের ছেলে শাহিন আলম (২৬), ক্ষুদরামবাটি (মহিলিপুর) গ্রামের নুর ইসলামের ছেলে মতিউর রহমান (২৮), সৈয়দপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে রাশেদ মিলন(২৮), বৈদ্যপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে আব্দুল মাজেদ (২৮) এবং পাশ্ববর্তী পত্নীতলা থানার সাড়াইডাঙ্গা গ্রামের লোকমান আলীর ছেলে কাওসার মাহমুদ শান্ত (২৮)।

এসময় ১২ টি সিপিইউ, ১৬টি হার্ড ডিস্ক, ১২ টি মনিটর, চারটি মাউস, নয়টি বিভিন্ন ধরনের ক্যাবল, ৮টি কী-বোর্ডসহ পর্ণোগ্রাফি ভিডিও তৈরির সরঞ্জাম পাওয়া যায়। পরে রাতেই তারা আটকদের বিরুদ্ধে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী সাপাহার থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান জানান, আটক আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদেরকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

জি/আর