নওগাঁর মান্দায় দেখা মিলল নতুন বন্যপ্রাণীর

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের জোতবাজার এলাকা থেকে একটি বন্যপ্রাণী আটক করেছে স্থানীয়রা। এটি বন্যগরু হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে প্রাণীটি জোত বাজার এলাকায় ছোটাছুটি করছিলো। দেখতে পেয়ে গ্রামের শতাধিক বাসিন্দা ধাওয়া দিয়ে তাকে আটক করে। এসময় গ্রামের মধ্যেই প্রাণীটি বেঁধে রেখে মান্দা থানা পুলিশ ও প্রাণী সম্পদ কর্মকর্তাকে খবর দেয়া হয়।

মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রাণীটি উদ্ধার করতে পুলিশ সদস্য পাঠানো হয়। উদ্ধার করা হয়েছে। পরে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।

তবে এলাকাবাসীরা জানান, এ ধরনের প্রাণী এর আগে বরেন্দ্র অঞ্চলে কখনও দেখা যায়নি। পরিচয় নিশ্চিত করার পাশাপাশি এটি কোথা থেকে বা কিভাবে আসলো সেটি খতিয়ে দেখতে হবে।

স/শা