নওগাঁর ধামইরহাটে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় ধামইরহাট কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দির আটচালা প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন উপলক্ষে উপজেলা সদরে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে সম্মেলনের প্রথম পর্বে এক আলোচনা সভা উপজেলা শাখার সভাপতি খোকা মাহাতো এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জয়পুরহাট জর্জ কোটের পিপি এডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল। সম্মেলন উদ্বোধন করেন নওগাঁ জেলা শাখার আহবায়ক এডভোকেট পীযুষ কান্তি সরকার।

বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মন্ডল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন,সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা,নওগাঁ জর্জ কোটের এপিপি নিরঞ্জন সাহা,জয়পুরহাট জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল কুমার সাহা,ধামইরহাট মহিলা কলেজের প্রভাষক এসসি আলবার্ট সরেন। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন রামজনম রবিদাস,বৈদ্যনাথ কর্মকার, সেবেস্তিয়ান হেমরম,ঈশ্বর মার্ডি,বিশ্বনাথ টুডু,কুরশীদ পাহান,বিফল মন্ডল,নরেন প্রমুখ।  সম্মেলনে বিপুল সংখ্যা হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ধর্মাবলম্বী নারী,পুরুষ ও শিশু উপস্থিত ছিলেন।

এস/আই