নওগাঁর অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, চার প্রতিষ্ঠানকে জরিমানা 

নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর বদলগাছীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার থানা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো-বিপাশা বেকারি, সুমন ফুড বেকারি, রিভা বেকারি ও সাদিয়া বেকারি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত থানা এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর ভেজাল কাঁচামাল, মিষ্টি, কেক, রুটি ও বিস্কুট উৎপাদন ও বিপণন করার অপরাধে বিপাশা বেকারি মালিক আব্দুল হামিদকে ১০ হাজার টাকা, সুমন ফুড বেকারির মালিক বজলুর রহমানকে ৫ হাজার টাকা, রিভা বেকারির মালিক ফরিদুল ইসলামকে ২ হাজার টাকা ও সাদিয়া বেকারির মালিক শাহিনুর রহমানকে ১৫ হাজার টাকাসহ মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মিষ্টি, কেক, রুটি ও বিস্কুট তৈরীর ভেজাল কাঁচামাল ও উপাদানসমূহ ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিয়া খাতুন।