বৃহস্পতিবার , ৬ জুন ২০২৪ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নওগাঁয় শুরু হয়েছে জাতীয় ফল মেলা

Paris
জুন ৬, ২০২৪ ৩:৩৯ অপরাহ্ণ

নওগাঁ প্রতিনিধি:
‘ফলে পুষ্টি, অর্থ বেশ-স্মার্ট কৃষির বাংলাদেশ’ প্রতিপাদ্যে নওগাঁয় শুরু হয়েছে তিনদিন ব্যাপি জাতীয় ফল মেলা।
আজ বৃহস্পতিবার দুপুরে ১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মো: গোলাম মওলা। জেলা খামার বাড়ি মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজন করে। মেলায় ৮টি স্টলে প্রায় শতাধিক বিভিন্ন জাতের ফল দিয়ে সাজানো হয়েছে।

পরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে উপপরিচালকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ শাখা (ডিএসবি) এহসানুর রহমান ভুইয়া, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মনজুর এ মওলা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল, জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক বক্তব্য রাখেন। এসময় কৃষি অফিসের কর্মকর্তা সহ কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান- এ মেলার মধ্য দিয়ে ফলের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি এসব উন্নত জাতের ফল চাষাবাদে কৃষকরা উপকৃত হবে।
মেলায় হর্টিকালচার থেকে উৎপাদিত বিভিন্ন ফলের চারা ও আচার প্রদর্শন করা হয়েছে।#

সর্বশেষ - রাজশাহীর খবর