শনিবার , ২২ জুন ২০২৪ | ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নওগাঁয় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

Paris
জুন ২২, ২০২৪ ৬:২৪ অপরাহ্ণ

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় মরহুম ময়েজ উদ্দীন আহম্মেদ ও মরহুমা রোকেয়া বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় শনিবার শহরের দক্ষিণ কালিতলায় (সাবান ফ্যাক্টরীর গলি) ময়েজ উদ্দীন মাষ্টারের বাসভবনে দিনব্যাপী এই ক্যাম্পে আসা রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।

ক্যাম্পে বন্ধ্যাত্ব ও গাইনী বিষয়ে চিকিৎসা প্রদান করেন মরহুম ময়েজ উদ্দীন আহম্মেদ ও মরহুমা রোকেয়া বেগমের মেয়ে বন্ধ্যাত্ব রোগ বিশেজ্ঞ ও চট্টগ্রাম ইউ.এস.টি.সির বিভাগীয় প্রধান (গাইনী) প্রফেসর ডা: মাফরুহা খানম পরাগ, নওগাঁ সদর হাসপাতালের উপপরিচালক ডা: জাহিদ নজরুল চৌধুরী পলাশ, শিশুরোগ বিশেজ্ঞ ডা: মামুনাল হক। এছাড়াও আরো বিশেষজ্ঞ ডাক্তারগন চিকিৎসা সেবা প্রদান করেন।

আয়োজন সম্পর্কে প্রফেসর ডা: মাফরুহা খানম পরাগ বলেন মানুষ মানুষের জন্য এবং ভালো কাজের মাধ্যমে যেন মরহুম বাবা ও মা পরপারে ভালো থাকেন সেই আশায় প্রতিবছরই আমরা ফাউন্ডেশনের ব্যানারে এই ধরনের সেবামূলক কাজ করে আসছি।

শুধু চিকিৎসা সেবা প্রদানই নয় যে কোন প্রাকৃতিক দুর্যোগের সময়ও আমরা ফাউন্ডেশনের ব্যানারে বিভিন্ন সহযোগিতা নিয়ে নিজের জন্মস্থানের মানুষের পাশে দাঁড়ানোর চেস্টা করে আসছি। এমন ভালো কাজের জন্য সেবা গ্রহিতারা আমাদের বাবা ও মায়ের জন্য দোয়া করবেন এটাই আমাদের পাওয়া। আমাদের এমন কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

সর্বশেষ - রাজশাহীর খবর