বুধবার , ২২ মে ২০২৪ | ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নওগাঁয় চিকিৎসক তানিয়ার সংবাদ সম্মেলন

Paris
মে ২২, ২০২৪ ৭:১৫ অপরাহ্ণ

নওগাঁ প্রতিনিধি:
একটি সিজারিয়ান অপারেশন করার পর রোগীর পেটে গজ কাপড় রেখে সেলাই করে দেয়া হয়েছে এই অভিযোগ প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছেন ডাক্তার তানিয়া রহমান তনি নামের এক চিকিৎসক। সংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে আনীত এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি গতকাল বুধবার দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন।

তিনি বলেন গত ১৫ মে ২০২৪ নওগাঁ শহরের একতা ক্লিনিকে সকাল ৮টায় আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামের উজ্জলের স্ত্রী মোছাঃ সুমি’র সিজারিয়ান অপারেশন করেন। প্রয়োজনীয় রুটিন পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট স্বাভাবিক পেয়েই তিনি অপারেশন করেন।
ডাক্তার তানিয়া বলেন ঐ দিন বিকাল ৪টায়  ভিজিট করে রোগীর সব ভাইটাল প্যারামিটার স্বাভাবিক দেখতে পান। সন্ধ্যা ৬টায় একতা ক্লিনিক থেকে ডাকা হলে তিনি গিয়ে দেখতে পান রোগীর স্কীনে সেলাইয়ের স্থান থেকে সামান্য রক্ত চুইয়ে বের হচ্ছে।  এ সময় লোকাল এনেস্থেসিয়া ব্যাবহার করে ঐ স্থানে নতুন করে সেলাই করে দেন। রোগীর রক্তপাত সংক্রান্ত অন্য কোন জটিলতা বা ব্যাধি আছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করতে পরামর্শ দেন। কিন্তু রোগীর লোকজন পরীক্ষা নিরীক্ষা করতে অসম্মতি জানিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর ইচ্ছা পোষণ করায়  চিকিৎসক রোগীকে রাজশাহীতে  রেফার্ড করেন।
পরবর্তীতে রোগীর খোঁজ খবর নিতে কয়েকবার চেষ্টা করেও  রোগীর স্বামী উজ্জলের মোবাইল ফোনে কথা বলা যায়নি।
পরবর্তীতে ২০ মে হঠাৎ বিভিন্ন  মিডিয়ায় রোগীর পেটে গজ কাপড় রেখে দেয়া হয়েছে বলে মিথ্যা অভিযোগ এনে সংবাদ প্রচার করা হয়েছে। ডাক্তার তানিয়া রাজশাহী মেডিকেল কলেজের গাইনি এন্ড অবস বিভাগে যোগাযোগ করে জানতে পারেন ঐ রোগীর ল্যাপারটমি করে কোন গজ কাপড় পাওয়া যায়নি ।  বরং রোগীর এইচ,ই,এল,এল,পি সিনড্রোম ধরা পড়ে। এ জন্য রোগীকে আইসিইউ’তে শিফট করা হয়। ডাক্তার বলেন এই সিনড্রোম প্রসব পরবর্তী সময়ে অনেক রোগীর দেখা দিতে পারে যা পূর্বে থেকে ধারণা করা যায় না। এর সাথে সার্জারির কোন সম্পর্ক নাই বা সার্জন দায়ী নয়।

সর্বশেষ - রাজশাহীর খবর