রবিবার , ১৬ আগস্ট ২০২০ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে তিন বছর পর চালু হলো ইসিজি মেশিন

Paris
আগস্ট ১৬, ২০২০ ৫:৫৭ অপরাহ্ণ

ধামইরহাট  প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দির্ঘ তিন বছর পর চালু হলো ইসিজি মেশিন। এতো দিন হৃদরোগে আক্রান্ত রোগিরা বাহিরের বিভিন্ন ক্লিনিকে গিয়ে এ সেবা নিতো। এখন হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে স্বল্প খরচে ইসিজি করা সম্ভব হচ্ছে। এতে এলাকায় অসহায় হৃদরোগিরা বেশ উপকৃত হচ্ছেন।

জানা গেছে, রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মেশিনের কার্যক্রম কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী। ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দির্ঘ প্রায় তিন বছর ধরে ইসিজি মেশিন নষ্ট থাকায় এ কার্যক্রম বন্ধ ছিল।

হৃদরোগে আক্রান্ত রোগিদেরকে বাহিরে গিয়ে বিভিন্ন ক্লিনিকে এ সেবা নিতে হতো। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাস বলেন,তিনি এ হাসপাতালের যোগদানের পর দেখেন গুরুত্বপূণ এ মেশিনটি নষ্ট হয়ে গেছে।

স্বাস্থ্য বিভাগের উর্দ্বতন কর্তৃপক্ষের নিকট যোগাযোগের মাধ্যমে আধুনিক এ ডিজিটাল ইসিজি মেশিন বরাদ্দ করা হয়। এ মেশিন দ্বারা হৃদরোগের পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হচ্ছে। এতে রোগিরা সরকারি খরচ মাত্র ৮০ টাকা ফি দিয়ে এ সেবা পাচ্ছেন।

ধামইরহাট পৌরসভার মঙ্গলকোঠা গ্রামের হৃদরোগি মো.ইমান আলী বলেন,মাত্র ৮০ টাকা খরচ করে চিকিৎসকের উপস্থিতে তিনি ইসিজি পরীক্ষা করেছেন। বাহিরে ক্লিনিকে এ পরীক্ষা করালে তাকে কয়েক গুন বেশী টাকা খরচ করতে হতো।

এ কর্মসূচী উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ডা.আরাফাত ইমাম,ডা.সামিউল আলম,ডা.শিমুল হোসেন,ডা.জিনাত ফারুকী,ডা.শুভ্রা সাহা এবং সেবিকাবৃন্দ। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুজিব কর্ণার ও লাইব্রেরী উদ্বোধন করা হয়।

সরকারি নিদের্শনায় এ মুজিব কর্ণার ও লাইব্রেরী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.আজাহার আলী। মুজিব কর্ণারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিভিন্ন বই,গুরুত্বপূর্ণ ছবি,জাতীয় পত্রিকা,তাছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বই থাকবে। রোগি এবং অফিসের স্টাফরা অবসর সময়ে এ লাইব্রেরীতে এসে গুরুত্বপূর্ণ এসব বই পড়া এবং ছবি দেখার সুযোগ পাবে।

স/আ.মি

 

 

সর্বশেষ - রাজশাহীর খবর