ধামইরহাট সীমান্তে ৪৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার


ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ফেনসিডিলগুলো ফেলে পালিয়ে যায়। মাদক বিরোধী এ অভিযানকে স্বাগত জানিয়েছে এলাকার অভিভাবকগণ।

১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন,পিএসপি,জি বলেন,সীমান্তে মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত বুধবার ভোর ৫টার দিকে সীমান্তবর্তী সাতআনা মাঠে অভিযান পরিচালনা করা হয়। কালুপাড়া বিওপির টহল কমান্তার নায়েক মো.আব্দুল বাতেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সাতআনা সীমান্তে ২৭১ নং পিলারের বাংলাদেশ অভ্যন্তরে ২শত গজের মধ্যে অভিযান চালিয়ে ৪৮৪ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।

আটককৃত ফেনসিডিলগুলোর আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা।

স/জে