ধামইরহাট বেনিদুয়ার থ্রিস্টান পল্লী থেকে আদিবাসীর লাশ উদ্ধার

ধামইরহাট  প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট খ্রিস্টান ধর্মপল্লী থেকে এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৯ জানুয়ারি) সন্ধা সাড়ে ৭টায় বেনিদুয়ার ক্যাথলিক ধর্মপল্লী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তির নাম লাল কিসকু (৫৬)। তিনি উপজেলার এক নম্বর ধামইরহাট ইউনিয়নের পশ্চিম রুপনারায়ণপুর এলাকার মৃত টুইলা কিসকুর ছেলে।

এবিষয়ে নিহতের ফুপাতো ভাই উইলিয়াম মুরমু জানান, আমার মামাতো ভাই দীর্ঘদিন শরীরের বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তার ভাইয়ের বিয়ের তারিখ ঠিক করার জন্য ঘটনার দিন দুপুরে বাড়ি থেকে  মিশনের উদ্দেশ্যে এসেছিলেন। পরে মিশনের ফাদারের নিকট থেকে ছোট ভাইয়ের বিয়ের তারিখ ঠিক করে বাসায় ফেরার পথে সে মারা যায়। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

এবিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান বলেন, সে দীর্ঘদিন থেকে কিডনিসহ নানান রোগে আক্রান্ত ছিলেন। আসলে অসুস্থতার কারণে তার মৃত্যু হয়।

ধামইরহাট থানার ওসি আব্দুল গনি জানান, এটি একটি স্বাভাবিক মৃত্যু এবং নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

জি/আর