ধামইরহাটে ১০ লক্ষ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার


ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ১০ লক্ষ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। উপজেলার সীমান্তবর্তী রসপুর গ্রামের মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় এ মূর্তি উদ্ধার করা হয়।

১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন,পিএসসি,জি জানান,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলতলী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো.মাহবুবুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা গত বৃহস্পতিবার রাতে সীমান্তবর্তী রসপুর গ্রামের মাঠে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় সাড়ে নয় কেজি ওজনের ১৪ ইঞ্চি দৈঘ্য এবং ৮ ইঞ্চি প্রস্ত বিশিষ্ট একটি কষ্টি পাথারের মূর্তি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।

অপরদিকে উপজেলার কালুপাড়া বিওপির নায়েব সুবেদার মো.আলমগীর হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সীমান্তবর্তী আলতাদিঘী মাঠে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৭৪ বোতল ফেনসিডিল আটক করে। যার মূল্য প্রায় ৭০ হাজার টাকা।

স/জে