ধামইরহাটে ১হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে ১ হাজার জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানবীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পরিষদ চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১/২০২০-২১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়।

এসময় প্রত্যেক কৃষককে ৫কেজি আউশ ধানবীজ,২০ কেজি ডিএপি,১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

বিতণকালে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী,উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা.শাপলা খাতুন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান,সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো.আলেফ উদ্দিন এবং উপসহকারি কৃষি কর্মকর্তাগণ।

এব্যাপারে উপজেলা কৃষি মোছা.শাপলা খাতুন বলেন,বোরো ধান কাটার পর কোন মাটি যেন অনাবাদী না থাকে সে লক্ষে কৃষি উৎপাদন বৃদ্ধিও জন্য কৃষিখাতে সরকার ব্যাপক ভর্তুকি দিচ্ছে। যাতে একই মাটিতে তিন ফসলি ফসল ও খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি পায়।

স/জে