ধামইরহাটে স্বামীর হাতে আদিবাসী গৃহবধু খুন, স্বামী গ্রেফতার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে স্বামীর লাঠির আঘাতে মালতি কিস্কু (৫২) নামের এক আদিবাসী গৃহবধুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই গৃহবধুর ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার(২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আলমপুর ইউনিয়নের ভেড়ম সোনাদিঘী আদিবাসী পল্লীতে এ ঘটনা ঘটে।

থানায় মামলা সুত্রে জানা গেছে, ঘটনার দিন ওই গ্রামের মৃত ছোট বাস্কের ছেলে শ্রী লুবিন বাস্কে (৫৮) এর সাথে তার স্ত্রী শ্রীমতি মালতি কিস্কুর মাঝে পারিবারিক বিষয় ঝগড়া বাধে। এর একপর্যায়ে লুবিন বাস্কে তার হাতে থাকা লাঠি দিয়ে মালতি কিস্কুর মাথায় আঘাত করে। এতে সে গুরুত্বরভাবে জখম হয়ে মাটিতে লুটে পরে। কিছু বুঝার ওঠায় আগে সে ঘটনাস্থলে মারা যায়। রাতেই আসামীর ভাইয়ের স্ত্রী শ্রীমতি শ্যামলী মুরমু বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৩৬।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রাকিবুল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রাতেই আসামী লুবিন কিস্কুকে গ্রেফতার করে বুধবার কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

জেএ/এফ