ধামইরহাটে মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে শিক্ষক নিহত

ধামইরহাট প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে মোটর সাইকেল ও ভটভটি সংঘর্ষে এক শিক্ষক নিহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের চকময়রাম ব্র্যাকের অফিসের পশ্চিমে এ ঘটনা  ঘটে।

নিহত ব্যক্তির নাম এমএম মাজেদ (৫৫)। তিনি উপজেলার নেউটা গ্রামের মৃত খমির উদ্দিনের ছেলে। ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক ছিলেন তিনি। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

ঘটনা সূত্রে জানা গেছে, মাজেদ আত্মীয় বাড়ী থেকে মোটর সাইকেল যোগে নিজ বাড়ীতে ফিরছিলেন। শাখা সড়ক দিয়ে আঞ্চলিক মহাসড়কের ওঠামাত্র একটি ভটভটি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিক্ষক মাজেদ রাস্তায় পড়লে তার কোমরের উপর দিয়ে ভটভটি চলে যায়। তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান। রোববার বাদ যোহর জানাযা শেষে নিজ গ্রামে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। তাঁর জানাযায় বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

জি/আর