ধামইরহাটে পৌঁছেছে করোনা ভ্যাকসিন


ধামইরহাট প্রতিনিধি: ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছেছে কোভিড-১৯ এর ভ্যাকসিন। শুক্রবার দুপর ২টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের কোভিড ভাইরাস নিয়ন্ত্রণ টিম থেকে এসব ভ্যাকসিন পৌছে দেয়া হয়। প্রথম ধাপে ৫ হাজার ৯শত ৬৯ ডোজ করোনা ভ্যাকসিন প্রদান করা হবে।

ভ্যাকসিন গ্রহণের সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাস, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন,স্বাস্থ্য কমপ্লেক্সের মো. সারোয়ার হোসেন প্রমুখ।

আগামী ৭ ফেব্রুয়ারি এসব টিকা মানুষের শরীরে পুশ হবে। অনলাইন নিবন্ধনের মাধ্যমে নিবন্ধিত ব্যক্তিদেরকে টিকা প্রদান করা হবে। যার টিকা নিতে ইচ্ছুক তাদেরকে www.surokka.gov.bd এই ওয়েবসাইটে নিবন্ধন করার জন্য আহ্বান জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাস।

স/জে