ধামইরহাটে চেয়ারম্যান পদে ৩টি আ’লীগ,বিদ্রোহী ২টি,বিএনপি ২টি নির্বাচিত


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে ৮টি ইউনিয়নের মধ্যে ৭টির ফলাফলে চেয়ারম্যান পদে ৩টি আ’লীগ,২টিতে আ’লীগের বিদ্রোহী এবং ২টিতে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছে।

জানা গেছে, রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪ পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান ধামইরহাট ইউপিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এটিএম বদিউল আলম,আগ্রাদ্বিগুন ইউপিতে বিএনপির ইসমাইল হোসেন মোস্তাক,উমার ইউপিতে আ’লীগের ওবায়দুল হক সরকার,আড়ানগর ইউপিতে আ’লীগের বিদ্রোহী মোসাদ্দেকুর রহমান,জাহানপুর ইউপিতে আ’লীগের গোলাম কিবরিয়া,ইসবপুর ইউনিয়নে আ’লীগের মাহফুজুল আলম লাকী এবং খেলনা ইউনিয়ন পরিষদে বিএনপির আলহিল মাহমুদ চৌধুরী বিজয়ী হয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত আলমপুর ইউনিয়নের ভোট গগণা চলছিল। এখানে আওয়ামীলীগের ওসমান গনি ও জামাতের সাবেক চেয়ারম্যান আতাউর রহমানের মধ্যে মুল লড়াই চলছিল। ধামইরহাট ও উমার ইউনিয়নে এভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

স/রি