ধামইরহাটে করোনার টিকা দেওয়ার কর্মসূচির উদ্বোধন


ধামইরহাট  প্রতিনিধিন : নওগাঁর ধামইরহাটে আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ কর্মসূচি উদ্বোধন করেন ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান। ধামইরহাটে করোনার প্রথম টিকা নেন উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাস এবং ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন।

পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা,হাসপাতালের নার্স,স্বাস্থ্য কর্মী,ব্যাংকার এবং প্রবীণ ব্যক্তিরা। প্রথম দিনে হাসপাতাল কর্তৃপক্ষ ১০৫ জনকে টিকা প্রদানের জন্য ক্ষুদ্রে বার্তা পাঠালেও ৫৭ জন টিকা গ্রহণ করেন। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা প্রদান করা হয়। রবিবার পর্যন্ত এ উপজেলায় মোট নিবন্ধন করেছেন ৪শত ১৫ জন। টিকা গ্রহণকারীদের শরীরে কোন প্রকার পার্শ্বক্রিয়া ছিলনা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.সোহেল রানা,ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ,সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বাবু,সাংবাদিক হারুন আল রশীদ প্রমুখ।

স/আ.মি