ধামইরহাটে এক রাতে ৫টি বৈদ্যুতিক মিটার চুরি


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে এক রাতে উপজেলা ক্যাম্পাসের কেন্দ্রীয় বৈদ্যুতিক মিটারসহ ৫টি মিটার চুরি হয়েছে। উপজেলার সদরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসব মিটার চুরি হয়। এসময় চোরেরা বিকাশের মাধ্যমে টাকা পেলে মিটার ফেরত দিবে মর্মে দুটি বিকাশ নাম্বর ঘটনাস্থলে রেখে যায়।

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ধামইরহাট জোনের উপ মহাপরিচালক শাহীন কবির বলেন, গত বুধবার রাতে চোরেরা উপজেলা পরিষদ ক্যাম্পাসের কেন্দ্রীয় বৈদ্যুতিক মিটারসহ বাংলা লিংক টাওয়ার,ইউসিবি ব্যাংক ও দুটি রাইস মিলের মিটার চুরি করে নিয়ে গেছে। গ্রাহকরা মিটার ফেরত পেতে দুটি বিকাশ নম্বর রেখে যায় চোরেরা। ওই বিকাশ নম্বরগুলোতে কথা বললে চোরের দল বিভিন্ন অংকের টাকা বিকাশ নম্বরে পাঠালে মিটার ফেরত দিবে বলে জানান।

এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক কাজী বলেন, চুরি যাওয়া ৫টি মিটারের মধ্যে একটি পাওয়া গেছে। চোরেরা যে দুটি বিকাশ নম্বর দিয়েছে সেগুলো বিকাশ করানো নাই। সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে মিটার চোরদেরকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

এস/আই