ধান কাটতে যাওয়ার পথে বাঘায় সড়ক দুর্ঘটনায় ১৮ শ্রমিক আহত

বাঘা প্রতিনিধি:
প্রশাসনের অনুমতি নিয়ে ধান কাটতে যাওয়ার পথে রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় ১৮ জন শ্রমিক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার আড়ানী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

জানা যায়, লালপুর উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে বেরিলাবাড়ি-আটটিকা গ্রামের ১৮ জন শ্রমিক একটি ভটভটি নিয়ে নাটোরের সিংড়া এলাকায় ধান কাটতে যাচ্ছিল। এ সময় তারা আড়ানী ব্রিজ এলাকায় পৌছলে আরেকটি ভটভটিকে সাইড় দিতে গিয়ে উল্টে গিয়ে চালকসহ সবাই আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতরা হলো-শ্রমিক সাব্বির হোসেন (১৮), রমিজুল ইসলাম (৫৮),মজনু হোসেন (৩৫), সুজন আলী (৩৫), আনার হোসেন (৪০), আনোয়ার হোসেন (৩৫), আফজাল আলী (৬০), লিটন আলী (২৫), সাজেদুল ইসলাম (৩৫), মন্টু আলী (২৪), লিখন হোসেন (২২), মিঠন আলী (২০), জিয়াউর রহমান (৪৫)। অন্য ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে আহতদের মধ্যে সুজন আলী নামের এক শ্রমিকের অবস্থা আশংকাজন হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার নিপেদিতা চ্যাটারজি নিশ্চিত করেন।

স/া