ধাওয়ানকে দুই ম্যাচের আল্টিমেটাম!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশের কাছে ঘরের মাঠে ভারত প্রথম টি-২০ হারায় তাদের পারফরম্যান্স নিয়ে হচ্ছে কাঁটাছেড়া। ঋষভ পান্তের উইকেটকিপিং, রোহিত শর্মার নেতৃত্বকে ফেলা হচ্ছে আতশি কাঁচের নিচে। ভারতীয় ওপেনার শেখর ধাওয়ানকেও রাখা হয়েছে চোখে চোখে। ভালো পারফরম্যান্স না করলে ভারত তাকে জাতীয় দলে বয়ে বেড়াবে না এমন ইঙ্গিত দিয়েছেন ভারতেয় সাবেক ক্রিকেটার এবং বিশ্লেষক সুনীল গাভাস্কার।

সাবেক ভারতীয় এই ওপেনার এবং অধিনায়ক মনে করেন, ভারত এমন খেললে এবং র‌্যাংকিংয়ে উন্নতি করতে না পারলে ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ জিততে পারবে না।

স্পোর্টস টক’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আইসিসির টি-২০ র‌্যাংকিংয়ে ভারতের অবস্থান পাঁচে। তারা যদি র‌্যাংকিংয়ে ২/৩ এর মধ্যে আসতে পারে তবে বিশ্বকাপে বড় কিছু ম্যাচে জিততে পারবে। আর যদি আসতে না পারে, ভারতের জন্য ২০২০ সালের টি-২০ বিশ্বকাপ জেতা সহজ হবে না।’

দিল্লিতে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ নিয়ে গাভাস্কার বলেন, ‘দিল্লির হার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এই ম্যাচের অনেক বিষয়ই আপনি ভুলে যেতে পারবেন না। প্রথমে ব্যাট করা ভারত অনেক বেশি ডট বল খেলেছে। সে তুলনায় পরে ব্যাট করা দল ডট বল খেলেছে অনেক কম। যতটুকু মনে পড়ছে প্রথম ইনিংসে ভারত ৫৫টির মতো ডট বল (আসলে ৪৫ টি) দিয়েছে। আমার মতে, যা খুবই বেশি।’

শেখর ধাওয়ানকে নিয়ে ভারতীয় সাবেক এই ওপেনার বলেন, ‘শেখর ধাওয়ান সামনের দুই ম্যাচে ভালো ব্যাটিং করতে না পারলে তাকে নিয়ে প্রশ্ন উঠে যাবে। যদি সে ৪০-৪৫ বল খেলে একই রকম রান করে তাহলে দল তার থেকে উপকৃত হবে না। এটা নিয়ে তাকেই ভাবতে হবে। ক্রিকেটে কিছুটা বিরতি দিয়ে ফিরলে ছন্দে ফিরতে অবশ্য কিছুটা সমস্যা হয়।’