ধর্ষণ মামলায় রাবির দুই শিক্ষার্থী জেলে

নিজস্ব প্রতিবেদক, রাবি:
ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই ছাত্রকে কারাগারে পাঠানো হয়েছে। গত বুধবার (১১.০৩.২০) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল থেকে গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তদের আদালতে সোপর্দ করে। পরে আদালত অভিযুক্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মো. জাহিদ হাসান শোভন (২৬) এবং সমাজবিজ্ঞান বিভাগের তরুন (২৫)। তারা দুজনই ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী ছাত্রীর বাবা ও মা নগরীর মতিহার থানায় অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী জাহিদ হাসানের কাছে প্রাইভেট পড়তেন। গত ১৫ ফেব্রুয়ারি সকালে ওই ছাত্রী তার দুই সহপাঠীর সঙ্গে পড়তে যায়। পড়া শেষে জাহিদ গল্প করার কথা বলে ওই ছাত্রীকে নগরীর কাজলা এলাকায় রাজশাহী কমার্স কলেজের পাশে তরুনের বোনের বাসায় নিয়ে যায়। সেখানে ওই ছাত্রীকে ধর্ষণ করে জাহিদ। এ সময় তরুন পাশের কক্ষে বসে টিভি দেখছিলেন। জাহিদ ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঘটনাটি কাউকে না জানানোর জন্য বলে। পরবর্তীতে ওই ছাত্রী একাধিকবার বিয়ের কথা বললে জাহিদ বিষয়টি বারবার এড়িয়ে যেতে থাকে। এতে ওই ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়েন এবং তার পরিবারকে বিষয়টি জানায়।

জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার দুই ছাত্রকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।’

স/অ