ধর্ষণের প্রতিবাদে রাজশাহীতে ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন করেছে মহানগর ছাত্রলীগ।

আজ শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় শহীদ এ.এইচ.এম কামরুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রমজান আলী জনির উদ্দ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তারা বলেন, ‘প্রতিনিয়ত এই ধর্ষণের কারণে আমাদের বাংলাদেশের ইতিহাস অন্ধকারের দিকে যাচ্ছে। যা আমাদের সামাজিক ও মানসিক অবস্থাকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। যদি সম্ভব হয় বিশেষ ট্রাইবুনাল গঠন করে রাষ্ট্রীয় পর্যায় থেকে যৌন হয়রানির বিষয়ে কঠোর আইন বাস্তবায়ন করা হোক। ধর্ষকদের মৃত্যুদণ্ড ব্যতিত অন্য কোনো শাস্তি হতে পারে না।’

পরে তারা ১মিনিট নিরবতা পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন নগরীর ৫ নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক তালিব হাসান মুরাদ, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রলীগের ছাত্রনেতা অনিক, ফিরোজ, ইমরান, আজিজ, আসাস, সাইদ, সাব্বির সহ ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।