ধর্ষণচেষ্টার অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক: চট্টগ্রাম লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহানসহ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনেছেন এক নারী। এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ মে) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এ একটি মামলা দায়ের করা হয়। মামলায় তিন পুলিশ কর্মকর্তার সঙ্গে পুলিশের এক সোর্সকেও আসামি করা হয়েছে।

মামলায় অপর অভিযুক্তরা হলেন- লোহাগাড়া থানার উপ পরিদর্শক (এসআই) সোলায়মান পাটোয়ারী, মো. ফখরুল ইসলাম ও পুলিশের সোর্স জসিমউদ্দিন প্রকাশ ওরফে দালাল জসিম।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট আজিজুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত ১২ মে রাতে লোহাগাড়া উপজেলার আধুনগর সর্দারনী পাড়ায় এক আসামিকে গ্রেফতার করতে ওসি শাহজাহানসহ চারজন আমার মক্কেলের বাড়িতে যায়। পুলিশ সদস্যরা সাদা পোশাকে থাকায় ওই আসামির এক আত্মীয় (মামলার বাদি) তাদের বাধা দেয়। তখন পুলিশ সদস্যরা তাদের শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ মে) আমার মক্কেল নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ)/৩০ ধারায় আদালতে মামলা দায়ের করেছেন।’

তবে ধর্ষণ চেষ্টার অভিযোগের বিষয়টি অস্বীকার করে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান বলেন, ‘মামলার বাদির পরিবারের লোকজন জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় ওইদিন আমরা আসামি ধরতে গিয়েছিলাম। শ্লীলতাহানি অথবা ধর্ষণচেষ্টার কোনও ঘটনা ঘটেনি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশ সদস্যদের সম্মানহানির উদ্দেশে মামলাটি দায়ের করা হয়েছে।’

প্রসঙ্গত, এর আগে গত ১৮ মে ওই আসামির ছোটভাইও পুলিশ হেফাজতে তাকে মারধরের অভিযোগ এনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহানসহ একই থানার ৩ উপ পরিদর্শক (এসআই) ও ৩ সহকারী পরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিলেন। সূত্র: বাংলা ট্রিবিউন