ধর্ষকদের ফাঁসির দাবি জানালো রাবি শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি:
দেশব্যাপী সকল ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিতের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন পালিত হয়েছে। রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইন্দ্রজিৎ কুমার বলেন, ধর্ষণ আজ একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। এর কারণ আমরা স্পষ্টভাবে দেখতে পাই। সারাদেশে অসংখ্য ধর্ষণ হচ্ছে কিন্তু আমরা কখনো কোনো ঘটনার স্ষ্ঠুু বিচার পাইনি। দুয়েকটা বিচার হয় বড় বড় ঘটনাগুলোকে আড়াল করতে। আজ ক্ষমতাসীনরা ধর্ষণে লিপ্ত হয় অতিরিক্ত হারে। অথচ তারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। এভাবে একটা বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে। আমরা এসকল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে ধর্ষণের মত নেক্কারজনক সব ঘটনার দ্রুত বিচার দাবি করছি।

‘দেশ যখন উন্নয়নশীল হবার দ্বারপ্রান্তে তখনো এসব দেখতে হচ্ছে। ধর্ষকের বিরুদ্ধে সমন্বিত বিক্ষোভ হলেই ধর্ষকরা দমে যাবে। এ জন্য রাষ্ট্রকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে’ বলে মনে করেন ইন্দ্রজিৎ।

এ সময় আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরিফ বলেন, ধর্ষকরা কখনো সুস্থ নয়। দিনে দিনে এই অসুস্থদের সংখ্যা বেড়েই চলেছে। সমাজে ক্রমবর্ধমান ধর্ষকদের কারও একার পক্ষে রুখে দেওয়া অসম্ভব। এক্ষেত্রে সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। একমাত্র সম্মিলিত প্রচেষ্টাই ধর্ষকদের রুখে দেওয়ার উত্তম উপায়।

ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন নাট্যকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমামুল বাকের এপোলো, উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থী দেলোয়ার হোসেন সবুজ প্রমুখ।

স/অ