ধর্মঘটের হুমকি জেট এয়ারওয়েজ’র পাইলটদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জেটএয়ারওয়েজ-এর ইঞ্জিনিয়ার ও প্রাইলটদের দু’মাস ধরে মাইনে পেতে দেরি হচ্ছে ৷ প্রতিবাদে ধর্মঘটে যেতে পারেন বলে কর্তৃপক্ষকে হুমকি দিয়েছেন তারা৷ নরেশ গোয়েলের প্রমোট করা এই বেসরকারি বিমান পরিবহণ সংস্থায় ক্ষতির দরুন রীতিমতো নগদের ঘাটতি রয়েছে৷ গত মার্চে এবং জুনে শেষ হওয়া ত্রৈমাসিকে ক্ষতির অংকটা ছিল যথাক্রমে ১০৩৬ কোটি টাকা এবং ১৩০০ কোটি টাকা৷

জেট এয়ারওয়েজের পাইটলদের বক্তব্য, কোনও নোটিস ছাড়াই বেতন আটকে রাখা হয়েছে সিরিয়াস সমস্যা এবং এজন্য পুরোপুরি দায়ি কর্তৃপক্ষ ৷ পাশাপাশি কর্তৃপক্ষকে দেওয়া চিঠিতে তারা সতর্ক করেছেন, এই সমস্যাটির দিকে নজর না দেওয়ায় এবং ঠিকমতো বেতন না দিতে পারায় এবার তারা কর্তৃপক্ষের সঙ্গে অসহযোগিতা করতে পারেন৷

অন্যদিকে জেট এয়ারএয়েজে-এর মুখপাত্র জানিয়েছেন, বেতন দেওয়ার ব্যবস্থা করা সহ এই সব সমস্যা সমাধানের জন্য পাইলটদের সঙ্গে আলোচনা চলছে৷ জেট এয়ারওয়েজ কর্মীদের জুলাই মাসের বেতন দিতে দেরি করেছে৷ তাছাড়া জুন মাসে ২৫ শতাংশ বেতন কমানোর কথা বলা হলেও প্রাইলটদের ইউনিয়নের চাপে তা থেকে পিছিয়ে আসে কর্তৃপক্ষ৷