দ্বিতীয় পর্বের ইজতেমায় ৩ মুস‌ল্লির মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় এ পর্যন্ত তিনজন মুসল্লির মৃত্যু হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার তাদের মৃত্যু হয়।

শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়। তবে বুধবার বিকেল থেকেই মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে অবস্থান নিতে থাকেন, যা বৃহস্পতিবার সারাদিন অব্যাহত থাকে।

ইজতেমার জিম্মাদার মো. র‌ফিক জানান, গত বুধবার গাইবান্দার ফুলছু‌রি থানার টেংরাকা‌ন্দি গ্রামের গোলজার হোসেন, নর‌সিংদীর বেলাব থানার চন্দনপুর গ্রামের সুরুজ মিয়া ও বৃহস্প‌তিবার রাতে সুনামগঞ্জের দোহারাবাজার থানার চানপুর গ্রামের কাজী আলাউ‌দ্দীন ইজতেমা ময়দানে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে মারা যান।